তোমার করমে সৃজিলে বিশ্ব বিশ্বকর্মা তুমি ;
তোমার জাদুতে নিরখি দৃশ্য - আকাশ কিংবা ভূমি !
ইন্দ্রপ্রস্থ তোমার সৃষ্ট সোনার লংকাপুরী ;
দ্বাপরে দ্বারকা তোমায় তুষ্ট - নাইকো যে তার জুড়ি !
কলির সৃষ্টি অন্যরকম - মানুষ যন্ত্রপ্রিয় -
গাড়ি - বাড়ি - সুখ ক্ষণিকের ভ্রম - তবু তাই তারে দিও ।
দিও নাকো শুধু হাানাদারি আর যুদ্ধ - বীভৎসতা ;
মারণাস্ত্রের দেখনদারি বন্ধ করো হে হেথা !
মানস সৃজনে গড়ে তোল আজ কলির নতুন স্বর্গ ;
অলসের হাতে দাও বেঁধে  কাজ - গড়ো গো কর্মিবর্গ ।
তব করীর শুঁড়ের আঘাতে আঘাতেে কেটে যাক মোহভয় -
শিল্প - সৃজন - কাব্যের জয় হবে তবে নিশ্চয় ।।