মন কাঁপান সত্যি কথা -
মানবে কী ভাই শান্তিতে ?
আগের মতই সব যে আছে
অশান্তির এই দিনটিতে ।


তর্কে তুফান , অলীক ঝড়ে
নষ্ট করো রাতদুপুর !
ধান্দাবাজির অ-রাজনীতি
ভাঙছে বিবেক মানসপুর ।


জাতির মেরুুদন্ড গড়ে
ছাত্র-যুবা শক্তিতে -
দন্ড তারে ভাঙতেে নারে
রাষ্ট্রে প্রীতি-ভক্তিতে !


চেঁঁচিয়ে বলো - তোমরা আশা ,
ভবিষ্যতের তোমরা মুখ ।
সাহস-দ্রোহ হৃদয়ে রাখো ;
ধৈর্যে বাঁধো চওড়া বুক।


গোপন কথা , ভালোবাসা
থাকুক বেঁচে অন্দরে ।
এখন তোমার জাহাজ ভিড়ুক
সাফল্যে , ভাই - বন্দরে ।


দূরের যারা দূরেই থাকুক ;
কাছের মানুষ থাক কাছে ।
বাহ্য আবেগ ঠুনকো
যখন হৃদয় তোমার প্রেম রচে ।