কবিতার দু্র্দিনে কবি আজ বড়ো একা -
ভাবে লোকে সহজেই কবিতাকে যায় লেখা !
সাজালেই শব্দ যেমন ইচ্ছা খুশি
কবিতা হ'য়ে যায় - এমন কী আর বেশি ?
আবার ভাবে লোকে , কবিরা হতচ্ছাড়া -
আধুনিকের নামে দিচ্ছে শ্লোগান যারা !
কবিতায় কী আছে - অলীক ভাবনা কিছু ?
কবি আসে কবি যায় - সময়ের পিছু পিছু ।
খোঁচাদাঁড়ি , কাঁধে ঝোলা - এই তো কবির দল ,
ক্লিশে জিন্স জামা গায় , বুকনি অনর্গল ।
নন্দনে ম্যাগাজিনে তারা মিট্ মিট্ করে ,
কবিতা ছাপতে চেয়ে প্রকাশক চেপে ধরে ।
এর মাঝে গুটিকয় বড়ো কবি ধরে লয় ,
পেটোয়া পুরস্কারে তার কবিতার জয় ।
বইমেলা বুকশপে কত শত বই পচে ,
সভা আর সেমিনার প্রশস্তিতে বাঁচে ।
এর কিছু ঠিক যদি , কিছু তবু ঠিক নয় -
কবিতা মুক্তি পাবে -যদি কবির কাছের হয় ।
কবিতা অনায়াসে লিখবে যখন কবি -
দেখবে পাঠক তখন জীবনের ছায়াছবি ।
শব্দ রসে গলে ঝরবে যখন মনে -
আনন্দে প্রাণ উঠবে জেগে , মুগ্ধ পাঠকজনে ।
হিংসা মারামারির নব আধুনিক কেতা -
এর মাঝে প্রেম শুধু দিয়ে যায় কবিতা ।।