রাত্রির গর্ভ ধোঁয়াময় নিঃশঙ্কে জন্ম
কবিতার ; বায়ুবর্তী , বৃষ্টিদ্যুতি , বিজলীর বেগ ;
অযুত সঞ্চারণ শোণিতে রণিতে -
ছায়ামন শয়ন মেঘ - চাদরে
ঢাকা সূর্য - সবিতার বাণী জন্মাধম প্রাণি
অমৃত - বিষ বরিছে সাদরে ।


প্রেম - কলা দুখ - জ্বালা বিবর্ণ ক্লেদ
বায়বি মায়াবি রাক্ষসের ভার ;
সঘন অগণন আগুনেের বাটি
ঘূর্ণিত চক্রাকার যাত্রায় কাটি
জীবন - জরাসন্ধে  দীপ্তময়
কৃত্তিবাস বিবাগী বিদুরে ।


শূণ্য আকাশ ঘূর্ণ জগৎ মানসীর
মান ; কবির চিন্তা কবির কাব্য
ব্যর্থ ছাই নিরাশি অভিমান -
শ্মশানে বিছান দেহ - আগুনেের গ্রাস
শেষ দিন জোড়করে
কবিতা বিলোয় অকাতরে ।