হৃদয়ের কথা হৃদয়ই বোঝে -
মানুষ মনের মানুষ খোঁজে !
চাওয়া পাওয়ার ছিন্নমূলে
হৃদয় বুঝি গেলো খুলে !
জীবন ক্রমে জটিল হলো -
"ভালোবাসি" - এবার বলো !
কোথায় খুঁজি ভালোবাসা ? -
যেথায় মানুষ - সেথায় আশা ।
বাকি সবের অলীক ভ্রমে
জটিল যে - সে থাকুক জমে ।
অধিকারের গণ্ডীভাঙা
ঈর্ষা-বিবাদ লজ্জারাঙা ।
সামনে পড়ে অথৈ পাথার -
অন্ধকূপের অবাক বিচার !
ছোট্টবেলার অবোধ বুলি -
তাই দিয়ে কী ভরে ঝুলি ?
নতুন ক'রে ভাবি -" পথিক" !
ভাবনা ছাড়া কী আর গতিক ?
ভাবতে হলো মনটা বড়ো ,
'ইচ্ছা'!- আকাশ মেলে ধরো ।
আকাশ দিলো ভালোবাসা -
হৃদয় মাঝে তাহার বাসা ।
তুচ্ছ কথা গেলাম ভুলে ! -
বিশ্ব-বিবেক উঠল দুলে ।