কালি করালরূপে সর্বগ্রাসি
মুণ্ডমালি রক্তশোষী
হস্তে কাটি কটীর বাঁধন
কর্মে-কামে খড়গে শাসন
কুম্ভকে মন উচ্চে তুলে
জিভ-রূপী হাল পড়ল ঝুলে
শ্বেত-শিব রয় পায়ের নীচে
ব্রহ্মে অভেদ জগৎ মিছে
ধ্বংস-বীজে মানস কৃপা
করল কালি জাত-কুরূপা
কেউ না রহে জগৎ বিনে
এবার তারে লও গো চিনে
থাক যত টান মায়ের প্রতি
খাবেই কালি নাই যে গতি
তাই তো বলি শোন রে ও মন
বাইরে বৃথা খুঁজিস কারণ
অন্তরেতে জাগেন কালি
প্রাণভরে দেখ ভক্তি ঢালি
বসন-ভূষণ ফেলে পায়ে
আয়রে মায়ের মরণ-ছায়ে
ছিলিস রে তুই থাকবি যেথা
লিখবে জগৎ কালি-কথা