আমি বাগানের গাছ-পালাদের সঙ্গে-সঙ্গে থাকি ;
গাছের ডালে সাত সকালেই ডাকে নানান পাখি।
গাছেরা আনন্দ দেয় ছড়িয়ে আমার দেহ- প্রাণে ;
সারাটি দিন সময়- যাপন বৃক্ষ-প্রেমের   টানে ।


দিন ফুরিয়ে বাগানেতে ক্রমে আঁধার আসে নেমে ;
পাতাগুলি সব ঘুমিয়ে পড়ে .বাতাস যায় থেমে।
অন্ধকারে আমি দাঁড়াই এসে,গাছের চারি পাশে ;
বাগান টি তখন ম-ম করে ওঠে কুসুমবাসে।


আম-জাম-কাঁঠাল-পেয়ারা-লেবু-লিচু-মেহগিনি,
এই গাছেরা আমায় চেনে, আমিও তাদের  চিনি।
এই গাছেরাই আমায় গভীর ভাবে ভালোবাসে।
তাদের আমি খুব ভালোবাসি,দাঁড়াই এসে পাশে।
এই গাছেরাই হয় আবেগ প্রবণ, অভিমানী;
গাছের সুখ-দুঃখের কথা আমিই ভালো জানি।  
এই বৃক্ষ-ভূগোল আমারও কম তো জানা নেই!
সারাদিন তাই সময় কাটে,  বৃক্ষ-প্রেমে ডুবেই।
                  --০--