তোমার স্নেহের নীড়ে বেশ আছি মা আমার জন্মভূমি!
আদর দিয়ে ভালবেসেই রেখেছ বুকে আগলে তুমি।
ধন্য হয়েছি মাগো আমি,থাকতে পেরে তোমার নীড়ে;
তোমার ভালবাসা থাকে,সকল সময় আমায় ঘিরে।
তোমার কোলে সুখ-শান্তি,জনম-জনম হেথায় এসে,
এমনি করে হৃদয় ভরে ,যেতে পারি যেন ভালবেসে।
গগন-চুম্বি অট্টালিকার কতো বাহার  গ্রাম-শহরে;
তবু তোমার ভালবাসা খুঁজে পাই ওই মাটির ঘরে।
মাগো ওই মাটির বাড়ি হোক না খড়-পাতায় ছাওয়া!
তবু ও তো মিলে সেথায়,মন-মাতানো মধুর হাওয়া।
গ্রাম-শহরের ঘরে-ঘরে চোখ ধাঁধানো বিজলী আলো;
তবু তোমার তুলসী তলার প্রদীপটি মা লাগে ভালো।
তোমায় ছেড়ে যতো দূরেই যাই না  আমার জন্মভূমি !
এই হৃদয়ে  আসন পেতে চিরদিন মা থাকবে তুমি ।
                
                      --০--