মাথার উপর রাতের আকাশ,
হাজার তারা জ্বলে আকাশ পটে;
তারার বাতি রাতে আকাশ জ্বালে,
নদী কাশ  জ্বালে  তার দুটি তটে।


তারার বাতি জ্বেলে দিয়ে আকাশ
সব ছাই ফেলেছে নদীর জলে;
চাঁদ তার জোৎস্না মিশিয়ে দিয়ে
সে ছাই গায়ে মাখে খেলার ছলে।


ছাই মেখে চাঁদ আজ চন্দ্রাহত,
নাইতে নেমেছে ডুবিয়ে শরীর;
ছাই-কুচিতে এই সলিল-কেলি,
এই রাত তো চাঁদ আর নদীর !
         --০--