দু'হাজার পনেরো কে টা-টা,বাই-বাই করে শেষে,-
হাজির হোল,দুহাজার ষোল নবরূপে,নব বেশে।
দুহাজার ষোল ,নতুন প্রভাতে আলো জ্বালে অবিরাম!
দু'হাজার ষোল নতুন বছরে নেওয়া শপথের  নাম।
দুহাজার ষোল নতুন আশা জাগিয়ে তুললো প্রাণে;
দু'হাজার ষোল বাঁচার মন্ত্র বলে দ্যায় কানে-কানে!
দুহাজার ষোল এগিয়ে যাক নতুন আলোর পথে,-
দুহাজার ষোল হোক সমাসীন সময়ের মহারথে।
দুহাজার ষোল তার ঝুলিতে এনেছে উদ্দীপনা ও আশা;
দুহাজার ষোল ঝুলিতে এনেছে বুক ভরা ভালোবাসা।
দুহাজার ষোল মানুষের পাশে থাকার কথাই বলে;
দুহাজার ষোল ,খুশী চারধার আলো-রোশনাই জ্বলে।
                     --০--