মুখের ভূগোলে সেই মুখ
শুধু সরে গেছে অভিমুখ
সুখ লেখা নেই এই ললাটে!
এই মুখ যে বড়ো নিষ্পাপ
।নেই গোপনতা কথালাপ
বিশ্বাস শুধু মুখ-মলাটে ।
সেই মুখ বড়ো তেজময়
সেই মুখে নেই কোন ভয়
ফুটে ওঠে আলো আর ছন্দ।
আলো জেগে ওঠে দুটি হাতে
জীবনের  ঘাত-প্রতিঘাতে
ভাল লাগে রূপ-রস-গন্ধ।
হাত দুখানি বড়ো অদ্ভুত
চমকায় মেঘ ও বিদ্যুৎ
জীবনে ঢেউ ওঠে উত্তাল।
রাত জ্যোৎস্নায় ভেসে যায়,
রাত-পরী ঠিক এসে যায় ,
নিশুতি রাত ফেলে নিশ্বাস...
ইতিহাসের ও কথা ফোটে,
অতীত ও ঠিক জেগে ওঠে,
জীবনে জেগে ওঠে বিশ্বাস।
জীবনের তাপে-অনুতাপে,
ভালবাসা জাগে সংলাপে,
গান ও জাগে নীল আকাশে।
জীবনের চেনা-জানা পথে
তাল-লয়ে বাঁধা এই গতে,
এ' জীবনে সুর গুলি আসে।
তাকে অনভব করা যায়,
জীবনের গানে কবিতায়,
নিশ্বাসে,বিশ্বাসে আর দ্বন্দ্বে।
এই মুখে জাগে ভালবাসা,
এই প্রাণে জাগে সুর-ভাষা,
মিলে-মিশে আছে ভাল-মন্দে।
          --০--