প্রতিটি স্বপ্নেরই এক একটি নিজস্ব পৃথিবী থাকে;
স্বপ্নের সেই নিজস্ব পৃথিবী, আলাদা গন্ধ গায়ে মাখে।
স্বপ্নের সেই নিজস্ব পৃথিবীরই এক কোনে বসে,-
আমি ডুবে থাকি পৃথিবীর শব্দ-গন্ধ-বর্ণ-রূপ-রসে।
স্বপ্নের পৃথিবীতে সারারাত স্বপ্নের জাল বুনে থাকি;
স্বপ্নের সেই পৃথিবীতে ,আমার সমস্ত স্বপ্ন তুলে রাখি।
আমার স্বপ্নের পৃথিবীতে বিরাট আকাশ খুঁজে পাই;
আকাশের বিরাট খাতায়,স্বপ্নের কবিতা লিখে যাই।
                      --০--