কার্ত্তিকের শুভ দ্বিতীয়া তিথিতে
সব  বোন ভাইদের জন্য্-
ঈশ্বরের কাছেই মঙ্গল চেয়ে,
ভাই ফোঁটা দিয়ে হয় ধন্য।
সযতনে উপাচার যে  সাজায়,
ধান,দূর্বায় আর চন্দনে ;
ভাইয়ের কপালের ফোঁটাটিতে
মধুর সম্পর্ক নিবিড় বন্ধনে।
এই বন্ধন যাতে চিরদিন ধরে,
অটুট আর চিরঅক্ষয় থাকে,-
তাই এই শুভ দ্বিতীয়ার ক্ষণে,
আজো সব বোনেরাভাইকে ডাকে।
বোনের হাতে চন্দনের ফোঁটাটি,
কপালের 'পরে  পরে নিয়ে,-
আশীর্বাদ করে এই শুভদিনে,
বোনকে ভাই,ধান ও দূর্বা দিয়ে।
পৃথিবীতে ভাই-বোনের সম্পর্ক,
ভালোবাসায় যে মধুময় !
ভালোবাসার- ই এই অটুট বন্ধন,
কখনো যে ছিন্ন হওয়ার নয়।
আজ ভ্রাতৃদ্বিতীয়াতে ভ্রাতৃত্ববোধ,
জেগে উঠুক সকলেের অন্তরে;
তবেই সার্থক হবে এই ভাই ফোঁটা,
বিধাতার আশিস্ পড়বে ঝরে ।
              --০--।