জীবনের ভিতর স্বপ্ন দেখি,স্বপ্নেরভিতর দেখি-ঘুম,
স্বপ্ন-ঘুমে সারা রাত কেটে যায়, নৈঃশব্দ্যে নিঃঝুম।
ঘুমের ভিতর রাখি পয়সা কড়ি,এক আনি,দু'আনি,
এক আনি আর দু'আনি নিয়েই যত চলছে হানাহানি।
ভেঙে পয়সাকড়ি  স্বপ্ন গড়ি, রাত ভেঙে গড়ি রাত;
স্বপ্ন-ঘুমে সুখের ছড়াছড়ি মাথার উপর গড়ি ছাত।
স্বপ্ন-ঘুমে মনের ভিতর চলে অন্য রকম  খেলা;
মনের ভিতর  ভালোবাসা,প্রাণে চলে হাসির মেলা।
এইভালোবাসা আলোয় ভাসা মহা প্রাণের অনুভব;-
এই ভালোবাসাআলোয় ঠাসা এক জীবনের উৎসব।
                   --০--