মনিমালা (my cousin)
~~~~~~~~~~~
একযে ছিল মেয়ে,
তার নাম হল মনিমালা...
দেখতে সে বেশ ভালো,
নয়কো মোটেই কালা....
ভালো নাম তার মনিমালা
ভাইয়ের আবদার মেটায় সে সারাবেলা
সাথে খেলাধুলো করে দুইবেলা
পড়তে বসে শুধু পরিক্ষার বেলা
মা তার আদর করে,
নাম দিয়েছিল নুকু..
তখন সে মায়ের কোলে,
ছিল ছোট্ট একটা খুকু...
নুকু নামে ডাকলে তাকে,
হয় সে খুব বিরক্ত..
এবার নুকু ভুলে মণিমালা,
করুন সবাই রপ্ত...
নামের আমি নামের তুমি,
নাম দিয়ে যায় চেনা..
উল্টো নামে ডাকলে লোকে,
লাগে যে ভারি অচেনা...
ছোট্টো বয়সেই যাবতীয় কাজ,
করতে হয় যে তাকে..
মায়ের কথা মনে পড়লেই,
মিস করে খুব মাকে...
আবার কখনো ভাবে মা থাকলে,
কাজগুলো যেতো বেড়ে..
তবুও তার মন মানে না,
থাকতে মাকে ছেড়ে...
মাকে ছেড়ে দুই বোনেতে,
থাকে যে মিলেমিশে..
মাঝে মধ্যেই মান অভিমানে,
নয়ন ভাসে ক্লেশে...
যাই ঘটে যাক না কেন,
থাকিস তোরা এক..
সফল হবি তোরা দুজন,
উঠুক যতোই মেঘ...
রাতের পর যেমন ফোটে ভোর..
সুখে কাটুক তেমন জীবন তোর..
কথাটা সত্যি হবে মোর..
তাইতো বলছি দিয়ে এতো জোর..