নিথর শিশু দেহ
স্থব্ধ সারাবিশ্ব
আর কতো মৃত্যু’র মিছিল
মুখ থুবডে পড়ে আছে মানবতা
গ্রামে গ্রামে
           শহুরে শহুরে
                        দেশে দেশে
আর কতো মৃত্যু’র মিছিল
ভুলে গেছে আজ মানুষ
মানুষের জন্য মানুষ
ভুলে গেছি মনুষ্যন্ত
              ভুলে গেছি
                               ভুলে গেছি
মানুষের মুখোশে আজ অমানুষের ছায়া
অশুভ সময়ে হাটছি
দিন দিন অন্ধকার জাহিলিয়াতের দিকে
এগুচ্ছি ক্রমশ