আনকোরা মনের গভীরে
যায়না তারে ধরা, যায়না তারে বোঝা
মিশুক চোখে এড়িয়ে চলা
বুঝিস তাও ,অলীক কেনো চাওয়া।
শামুক পঁচা, লোকাস ব্যাথা
অশরীরী জ্বালা,রক্ত ঝরেনা।
নিকট পাওয়া, দিগন্ত চাওয়া
কিসের জ্বালায় জড়িয়ে ধরা
টানছে আশা, তবুও ধরা হয়না।
উচিত অনুচিত, চিতের ঝোলে
একটু ঝালে, তিতার ভোজে
কানছি কিসে চোখ জুড়িয়ে।
লাগাম ছুটুক দুঃখের সাগরে
দুঃখ কাটবে সুখের বাহারে
বিফল হবে ফুলের মাঝে।
নিরব চোখে উঠবে শেষে
অশ্রু জলে পদ্যে ভেসে।।