ভুল নও সত্যি, আমার ভালোবাসা
সাগরের নেয়, শুধু তোমায় চাওয়া।
সদ্য ভোরের আলো, যেনো তোমার মুখটা
তাই তোমায় ছাড়া আর কিছু চাই না।
রাতপরী অবিশ্বাস্য কথা
তোমায় ছাড়া, আর কাউকে ভাবা যায় না।
কাগজের ফুল, বিশ্লেসও কথা
রাধাচূড়া আর কৃষ্ণচূড়া,কখনো আলাদা করা যায় না।
লেখা আমার গল্পো কবিতা
তোমায় ছাড়া শুধুই নিস্তব্ধতা।
তোমার রূপ কেমন বলতে পারছি না
কারণ তোমার আঁখি, আমায় করেছে মূক।
শুনেছি তুমি রাগো ক্ষণে ক্ষণে
আমি জানি রাগি নদী সুন্দর প্রিও
মনকে যে শুধুই ছড়ায় আলো।