আমার সুন্দর বিকালের অভিমানী কবিতা
পূর্ণিমাতেও জ্বলসে গেছি আমি
আগের মতন গাইতে পারিনা কেন?
চলে গেলে কেন অভিমানী।


তোমার অসমাপ্ত দৃষ্টি আমার পানে
অসমাপ্ত কবিতা,তাও ছেড়াঁ খামে
অসমাপ্ত শ্রাবন,আধ ভেজা মনে
মৃত্যু আমায় সমাপ্ত কর।


অসমাপ্ত পথের অসমাপ্ত মোড়ে
বিষ বৃক্ষের ডালে লেখা
তোমার সেই অসমাপ্ত হাসি
দেখি না আর ঘুমের ঘোরে


অভিমানী তুমি শত রুপে দেখা দিলে
কত রুপে বলো চিনিব আর তোমায়
বেসুরা আমার গিটারের তার গুলি
আজ শুধু তোমারই গান শোনায়।


কাটাঁ চামচের চিরে পরা ভালবাসা
হৃদয়ে আমার শত বেদনার দাগ
তোমার ছায়াকে আকরে ধরেছে জীবন
মিছে মিছি কেন করে আছ এত রাগ।


অনেক কিছুর স্বপ্ন ছিল তোমার
দেয়ার মত দেইনি তোমায় কিছু
স্বপ্ন আমার হারিয়ে গেছে কবেই
অভাব কেবল ছাড়েনি আমার পিছু


তবুও হাত রেখেছি তোমার ছায়ায়
চলছি সেই পুরোনো ধূসর পথে
কৃষ্ণ চূড়ার ডাল ছুঁয়েছে আলো
বলছি কথা একলা নিজের সাথে।


যেদিন সন্ধ্যায় বৃষ্টি হবে জোরে
কান্না তুমি লুকোবে কি করে
হয়তো বা মনের অগোচরে
নয়তো বা গভীর ঘোমের ঘোরে
বলতে তুমি বাধ্য আমায়
অতিত,বর্তমান,ভবিষ্যত....


'