ষোল বছর বয়সে করিলাম পর্দাপন
মনে এলো স্বস্তি প্রাণে এলো নতুন উদ্যম ।
ইচ্ছে - আকাঙ্খার নেই কোন অবকাশ
মন শুধু ঘুরে বেড়ায় যেখানে আছে উল্লাস ।
জানিনা কেন এ বয়সে তেই হলো যে এমন
বসাতে পারছিনা কোনকিছুতেই এই মন ।


মন যে কি চায় বুঝতে পারছিনা আমি
ছুটে বেড়াচ্ছে শুধু এখান থেকে ওখানি ।
যাই করছি না কেন যেন সবসময় ব্যর্থ হচ্ছি
আছে তবু জানি তারুণ্য ও প্রানশক্তি ।


ষোল''ই আসে ভয়, ষোলই আসে শত বাধা
কারো জীবনে আসে সুখ কারো জীবনে কাঁদা ।
কেউ - বা হাসে কেউবা কাঁদে এই ষোলতে
কেউ - বা সুখে থাকে, কেউ-বা পথে হাঁটে
কাউকে ধরতে হয় সংসারের হাল
কাউকে করতে হয় কঠিন কাজ এই ষোলতে ।


এতিমের লাঠি লাগে পেটে, পথশিশুর বুক
জ্বলে ক্ষিদের জ্বালায় এই ষোল বছর বয়সে ।


ষোল আসে দুর্বার হয়ে গরিবের ঘরে
মাথা নুয়াতে হয় গরিবদের এই ষোলতে ।
বিদ্যাপীঠে যেতে চায় তারা তবু পারেনা
পরিবারের ক্ষুধা মেটায় ঘোল'ই তাঁরা ।