তোমার নিঃশ্বাসে জমে আছে অপরাহ্নের প্রহর
শত কোলাহলতার পর রয়েছো একাকিত্বের ভিতর।
সমস্ত দিন শেষে সন্ধ্যা ঘরে ফেরে
একবিন্দু তপ্ত অশ্রুজলের মতোন__
দীপ্তিহীন ঘোর আঁধার রাত্রি করে আয়োজন।


ফের নগ্ন কীর্তি___ কী হবে পেছনে তাকিয়ে?
চলোনা চলে যাই, ব্যস্ত এ শহর ছেড়ে
কোন এক চৈত্রসংক্রান্তির গাঁঢ় অপরাহ্নের রক্তিম আঁধারে।


তোমার হাতটি ধরে কোন এক বসন্তের নীড়ে
স্তব্ধ বিকেলের কোন এক নীলাভ আকাশতলে
স্নান হাসি হেসে কবিতার জলছাপে
মুখোমুখি দাঁড়াবার জন্য জন্ম নিয়েছি নতুন ভাবে ।


সমস্ত স্থিরতা, সমস্ত ভয়____
আধ্যিক মৃত্যু হয়ে মিশেছিল দুঃস্থ এ হৃদয়ে !


তবে আজ বীভৎস সেই যুগের আঁধারের
জড়তা ছেড়ে; বর্ণালী রঙে সাজিয়েছি তোমাকে
নিভৃত বৃষ্টির ঝরায়নিতে ভিজবো বলে ।