আজ আমার দুলতে ইচ্ছে করে নতুন সুরে
আজ আমার গড়তে ইচ্ছে করে নতুন করে,
আজ আমার ভাঙতে  ইচ্ছে করে প্রচলিত ধারা
আজ আমার চলতে ইচ্ছে করে পৃথিবীকে ছাড়া।


কতটুকু পেয়েছি, কতটুকুইবা হারিয়েছি
তার হিসাব আজ নাইবা করি,
যতটুকু পেয়েছি, তাকে নিয়েই সাজাই
আজকের আমার এই নিঃসঙ্গ তরী।


সুখ তরী ফিরুক আর নাইবা ফিরুক
নাইবা দাড়াই নতুন সন্ধিস্থলে
তবুওতো ভালই আছি, বেশ ভালই আছি
নিঃসঙ্গতাকে সঙ্গী করে।


১৬ই মার্চ, ২০১৪।