ঘন বর্ষনের প্রস্তুতি স্বরূপ আষাঢ়ের মেঘ মাল্লার সাজ
দেখেছি মধু মাসে কাঁন্নার রূপ
মেঘলাকাশে অট্টহাসির বাজ।।


আষাঢ় ও শৈশব কাঁন্না হাসির দিন
মেঘ রৌদ্দুরের প্রণয় মেলায় হাসছে বসে প্রবীণ।
হিমালয়ে গলছে বরফ নদে নয়া পানি
এই সময়ে খেলেছি কত নাও দৌড়ানি।।


এখন কী আর হয়রে সময়,
বৃষ্টি স্নাত মাটিতে হাটার,
কাঁন্নার জলে গোছল দিয়ে একটু কাঁন্না খাওয়ার?