শরৎ শুভ্র বনে
গোধূলীর অবসরে
সৌপন সারথি আনমনে
একাকী নিভৃতে এলে।।


অবশেষে তুমিও এলে
যে পথ গেছে সন্ধ্যা তাঁরার পথে
ক্লেদ লিপ্ত লোভ
ক্রোধ ক্ষোভ
ভরে অহিংসার রথে
আপনারে ফিরে পাওয়া আপনারে ফেলে।।


কাশ মসৃণ জৈব রসায়ণ
অজৈব তৃষ্ণায় প্রশ্রবণ
বিপন্ন প্রণয় চলন
নৈসর্গিক তাল লয় ছন্দে যুগল চরণ।।


মাটির বার্তায় মাটি
সৌরগৃহে ছুটাছুটি
পৌবন পরম পরিপাটি
সফেদ ঐক্যতান এ্য কি গ্র্যাভিটি!!


হৃদ ওজনের ওজর বুঝে
স্বার্থের ব্যর্থতা কে খুজে?
অরূপে স্বরূপ মুছে
আধার ঘরে কে বা সাজে?


সমর্পিত আত্ম তথ্য
ব্যক্ত সত্য
প্রণয় পথ্য
পরমে পরম যৌগ অব্যর্থ।।


যে পথে যায় মন বিহারী
অবজ্ঞার ঢং বাহারী
রুক্ষ্ম দস্যু কন্টক লহরী
ঘুমালে চাঁদ অটল প্রহরী।।