এমন যদি হত
ওমন করে প্রীতি নীতি
শসার ঘরে যেত
আহাঃ কি মজাইনা হত
ঝগড়া ঝাটি খুটি নাটি
শসার জ্ঞান পেত।।


রাজার যত নীতি প্রীতি
রানীর মাথায় রাজনীতি
ধর্ম কর্ম খোদা ভীতি
গরীবের যত সম্প্রীতি।।


ব্যাঁঙ্গ করে যতই বল শসা বাবু
মাস্টার
প্রভু তুমি বলছ বলেই মারবেন না তিনি ডাস্টার
নীতির বাজারে ভাইরে এখন
প্রতিশ্রুতির পোস্টার
মালিকানা পাল্টে গেল হয়রে
দলিল থেকে মুছে দিল রেফারেন্ডাম মিস্টার।।


ইঁদুর ছানা যতই করুক মহাসমাবেশ ভাইরে
কে বাঁধবে অসময়ে বিড়াল ছানার মিয়্যায়োঁরে।।


এমন যদি হত
সব বাঁঙলী এক সময়েই সিংহের রুপ নিত
কত্ত মজা হত
বাঘ সিংহ মিলে মিশে সমৃদ্ধীর পথে যেত।।


কীত্তিনাশা
২৫ অক্টোবর ২০১৩ রাত ১১:২৬