মনু বলে,ওগো গিন্নি রাঁধছ কি আজ?
কি রাঁধব? ঘরে নেই নুন-তেল-পিঁয়াজ।
করোনা কালে মনুর নাই কোন রুজি
ভেঙ্গে খাচ্ছিল হাতে থাকা কিছু পুঁজি।
আজ ফুরাল তেল কাল ফুরাবে চালও
ছয় মাস ধরে পাতে পড়ে না ডালও।
ভুলেই গেছে ডিম মাছ মাংসের কথা
এদ্দিন খেয়ে চলছে আলু কচু-লতা।
সুদে টাকা নিল, মাসে সুদ চারে তিন
ব্যাংক সুদ দেয় বছরে শতে সাড়ে তিন।
মাসের পর মাস বেড়েই চলেছে সুদ
জানে না সে কবে করতে পারবে শোধ।
চালের কেজি হয়েছে ত্রিশ থেকে সত্তর
শ থেকে তেল হয়েছে দেড়শত সত্বর।
করোনায় চাকরী থেকে হল সে ছাঁটাই
বিদায় কালে অফিস দিল না চা টা'ই।
পরে করে কয় মাস, হরেক পণ্য ফেরি
পড়ল লোকসানে, বুঝতে হল তা দেরি।
রুজি রোজগার নেই, ভাবে করবে কি
সে এখন কি খাবে নিয়ে বউ ছেলে ঝি।
বহু টাকা পড়েছে বাকি মুদির দোকানে
করে সে চলাফেরা তুলো দিয়ে দু'কানে।
বাড়ি ভাড়া হয় না দেয়া ধরে তিন মাস
বাড়িওয়ালা ডাকলে বন্ধ হয় তার শ্বাস।