মেঘ গেলো চাঁদের বাড়ি
বেয়ে বেয়ে শতেক সিঁড়ি।
চাঁদের বুড়ি তাড়াতাড়ি
বসতে দিলো এনে পিঁড়ি।
চাঁদের বুড়ি ভর দুপুরে
খেতে দিলো নারকেল খুঁড়ে।
সঙ্গে বাটি ভরে গুড়-মুড়ি
বাটায় করে পান সুপারী।
গল্পে তারা উঠলো মেতে
বুড়ি দিলো বিছানা পেতে।
রাজ্যের ঘুম আসে চোখে
মেঘ ঘুমালো বুড়ির বুকে।