জলহস্তী জলকুমারীর বিয়ে
সজ্জাকর এলো সাজসজ্জা নিয়ে।
উঠল বেজে ঢাক ঢোল সানাই
আজ যে বিয়ে সবার ছিল জানাই।
বিয়ে উৎসবে জলজ প্রাণী সব
মিছিল করে এসেছে তুলে রব।
রঙ বাহারি ময়ূরপঙ্খী নায়ে ঐ
বর এলো বর এলো গাঁয়ে হৈচৈ।
বরযাত্রী গজার, রুই, বোয়াল
হাসছে মেলে তাদের চোয়াল।
শরবতে ইসবগুলের ভুষি
খেয়ে অতিথি কুমির তিমি খুশি।
বরের গলে গাঁদা ফুলের মালা
পরিয়ে দিলো আপন শালী শালা।
বিয়ে পড়ালো বিজ্ঞ ভোঁদড় কাজি
সাক্ষী তিনজনই শুশুক গাজী।