জীবন মানে সংসার নামক ঘানি হাসি মুখে টানা
জীবন মানে সন্তুষ্ট থাকা খেয়ে এক মুঠো দানা।
জীবন মানে কুঁড়েঘরে বাস করে ভালবাসা খোঁজা
জীবন মানে দিনমজুরের মাথায় বাড়তি বোঝা।
জীবন মানে ক্লান্ত দেহে জিরিয়ে নেয়া গাছের ছায়
জীবন মানে ভিটে ছাড়া হওয়া হাজার টাকার দায়।
জীবন মানে অসুস্থের বেঁচে থাকার শক্ত লড়াই
জীবন মানে নিমিষেই খোয়ানো দাম্ভিকের বড়াই।
জীবন মানে খরস্রোতা নদীতে উজানে ছুটে চলা
জীবন মানে সৎকাজে মৃত্যুর ভয় পেয়ে না টলা।
জীবন মানে দৈনন্দিন হরেক সামগ্রীর লেনাদেনা
জীবন মানে ঠুনকোকে অনেক মূল্য দিয়ে কেনা।
জীবন মানে সাত পুত্র প্রসবিনীর বৃদ্ধাশ্রমে বাস
জীবন মানে নিঃসন্তানের আয়েশে চলা বারোমাস।
জীবন মানে বিপদগ্রস্ত ভাইয়ের দু’চোখে জল
জীবন মানে বীরাঙ্গনা মা-বোনের দৃঢ় মনোবল।
জীবন মানে নওজোয়ানের হাতে বিজয় কেতন
জীবন মানে শিশু-কিশোর মনে দেশপ্রেম চেতন।
জীবন মানে উত্তাল সমুদ্র গমন, দিয়ে সাঁতার
জীবন মানে দেশের জন্য ছুটে চলা বেঁধে কাতার।
জীবন মানে দুর্যোগ, ঝড়-বাদল, মান অভিমান
জীবন মানে রং তামাশা, মেলা-খেলা আনন্দের বান।
জীবন মানে জীবনের জন্য দূরদেশে পড়ে থাকা
জীবন মানে যুদ্ধ করে সক্রিয় রাখা জীবন চাকা।