আমার চোখে দেখেছি আমি
        ঘূর্ণিপাকে ঘুরছি সব,
এই পাকের মাঝেই কান্না-হাসি
        এই পাকের মাঝেই কলরব।
আমাদের এই মনুষ্য রূপ
         বৃহৎ মেশিন ঘরে রাখা,
মণ্ড হব মেশিনে সব
         ঘরটি যখন করবে ফাঁকা।
কালচক্রে হারিয়ে গিয়ে
         শেষটাতে সব হবো মাটি,
এখন যতই হয় না হোতা
         হইনা যতই পরিপাটি।
কালচক্র কেমন যেন
         চলে না সে কারো তালে,
আমরা কেউ বাদ পড়িনা
         ধরা পড়ি তারই জালে।।হ