বাংলা তুমি যা হও তা হও
আমি তোমায় ভালো বাসি,
ভালবাসি মান অভিমান    
তোমার কান্না-হাসি;
তোমার ভাষায় কথা বলি
তোমাতেই সব বুঝি,
বেঁচে থাকার উপকরণ
তোমাতেই সব খুঁজি;
তুমি আমায় তোমার সুধা
যত্নে করাও পান,
তোমার অন্ন খেয়ে মাগো
আমি বলীয়ান;
তোমার রূপের এত বাহার
কোথাও না আর পাই,
তোমার পাগলপারা এমন রূপে
পাগল হয়ে যাই,
তোমার মতো এমন ভালো
বসে না তো কেউ,
তোমার মাঝে খুঁজে যে পাই
ভালো বাসার ঢেউ,
আমি বারে বারে আসতে যে চাই
ও মা তোমার কোলে,
ভালো-মন্দ সব আনন্দ
তোমার কোলেই দোলে।।