আমি এক অপূর্ব কথা করিব বর্ণন
কেমনে জগন্নাথ দেবের পুরীতে আগমন;
সত্য যুগে ছিল এক নৃপশ্রেষ্ঠ রাজন,
ইন্দদ্যুমনো নাম তার সূর্য বংশীয় ব্রাহ্মণ;
কুবেরসম ধনী তিনি,বীর পরাক্রমী
বিদ্বান,সত্যনিষ্ঠ,ত্যাগী,সংযমী।
উড়িষ্যার নীলাচলে, নীলমাধবের বাস,
বিদ্যাপতির মুখে শুনে করিলেন বিশ্বাস,
বহু কষ্ট ও যজ্ঞের ফলে পেলেন দর্শন
সম্মুখে প্রকট হলেন দেব নারায়ণ;
দারু রূপে পুরীতে থাকার অভিলাষ,
রাজনের কাছে প্রভু করিলেন প্রকাশ;
জগন্নাথ রূপ পেলেন,বিশ্বকর্মার দ্বারা
চন্দন কাঠে হলো ত্রি-মূর্তি সারা,
এইভাবেই পুরী হলো জগন্নাথ ধাম,
অমর হলো প্রভুর সাথে,ইন্দোদ্যুমনোর নাম।।