-: মা :-


মগো, সহ্য তুমি করেছিল
         তাইতো হাসছি আজ।
         মাগো তোমার কোলের গন্ধে
         কেটে গেছে রাত ।।


মাগো, কষ্ট তুমি করেছিল
          পাইনি কোনো আঁচ।
          হাসি মুখে আগলে রেখে
          দিলে অভয় হাত।।


মাগো, সকাল বেলায় তোমায় দেখে
          ঘুমটা যখন ভাঙতো।
           সারাদিনের কাজের খেয়াল
           ইচ্ছের ঘরে জাগতো।।


মাগো, আদর নামে যখন তুমি
          ডাকতে আপন করে
          এখন বুঝি তোমার অভাব
          অশ্রু জলে ভরে।।


মাগো, জানি তুমি আছো পাশে
           তাই মনে পাই জোর
          তোমার দিশায় চলায় আমি
           পাই যে নতুন মোড়।।


মাগো, কত কথা বলার ছিল
           রইল পড়ে সব।
           বোঝার আগেই দিলে পাড়ি
           যন্ত্রণার অর্নব।।


মাগো, বিজয়া আর নববর্ষ
          পথটি চেয়ে রই।
          সবাই যখন বাপের বাড়ি
ওমা,   আমার বাড়ি কই।।


মাগো, সব কিছুই যে আছে  মনে
          শিখিয়েছিলে যা।
          তোমার ছাড়া বাঁচার উপায়
          শেখাও নিতো "মা"।।


                             -সরস্বতী দাস