মেঘেরা ফোটায় ফুল রঙের আবীরে
সায়ন্তনের কালে কিংবা নতুন দিনের ভোরে ।
ফোটে ফুল সোনালী দিনের ঝলমলে,
এমনকি কাল বৈশাখীর ঘনকালো আকাশের কোলে ।
রাতের আকাশ জুড়ে চাঁদ আর তারার ফুল,
মিথ্যা বোলোনা, ওই ফুলেরা তোমায় কখনোই করেনি ব্যাকুল ।
অবারিত আকাশে ফুলেদের এত ধুম,
কে জানে, তবু কেন যে হেলায় বলি, ‘আকাশ কুসুম’ ?