রোজদিনকার গেরস্থালি,
হাজার রকম জোড়া তালি।
রুজি-রুটির আছে জোগান,
মোটামুটি দিন গুজরান ।
মাথা গোঁজার একটু ছাদ,
ভাবছি মনে রাজ প্রাসাদ ।
বিকাই শ্রম বাজার দরে,
সকাল বিকাল পুড়ে মরে।
আড্ডার আসরে দেশোদ্ধার,
কথার ঝড়ে ভাঙ্গে পাহাড় ।
গরম-ঠান্ডায় শর্দি-কাশি,
খানিক সুখেই অট্টহাসি ।
দু’বেলাতে জুটছে খাওয়া,
নেইতো এর বেশি চাওয়া ।
নতুন দিনের স্বপ্ন চোখে,
বাঁচার দারুন আশা বুকে।
আগল ভাঙ্গার আস্ফালন,
মনের ভেতর সারাক্ষণ ।