ধোঁয়া ওড়া চায়ের কাপে উত্তেজনা থেমেছে অনেকক্ষণ ।
স্থবির লেখনীর উন্মুক্ত ঠোঁটে জমা হয় তৃষ্ণার আর্তি
শব্দহীন শুষ্কতায় ।


খোলা কবিতার খাতা
মরুভূমির শূণ্যতা বুকে থাকে অপেক্ষায়
কখন স্নাত হবে বর্ণময় শব্দমালার সিঞ্চনে ।
চিরকালের মত বিদায় নেয় মুহূর্তরা – এক পল, দুই পল, তিন পল করে,
অতিক্রান্ত প্রহরের জানান দিয়ে চলে ঘড়ির কাঁটা,
নিরলস, নির্ভুল ।

করোটির কুঠুরি জুড়ে ভাবনাদের এলোমেলো আনাগোনা
বিচ্ছিন্ন সব পংক্তিরা আসে যায় নিরন্তর
নিউরনের গ্রন্থি-জালে ছটফট করে অগোছালো শব্দের দল ।
শব্দেরা চেয়ে ফেরে পংক্তি,
পংক্তিরা খোঁজে ভাবনা,
ভাবনারা যাচে অবয়ব--
কবিতার কাঠামোতে ।

নিঃশব্দতার প্রতিধ্বনি চলে দেয়ালে দেয়ালে
বন্ধ্যাত্বের করাল গহবরে কবির সত্তা খোঁজে মুক্তি,
অস্তিত্বের তাগিদে ।