দিনভর মনভার রাজ্যের ভাবনা,


হাসি নেই খুশী নেই হীরা-চুনী-পান্না।


ফিক করে হেসে উঠে এক ফালি রদ্দুর,


ডেকে বলে, মনভার দূরে যাক, বহুদূর।


হিন্দোল তিনতাল তানপুরা সপ্তক,


দশদিক আয়োজনে এ বেলার বৈঠক।


ঝরাপাতা রিনরিন সাদা মেঘ ঘাগড়া,


নীলরং জামদানী রংধনু টায়রা।


বাতাসের নহবতে খেয়ালের ছন্দ


ভরে বুকে নিঃশ্বাস মেলো ডানা বন্ধ।


দুই হাত বাড়ালেই অবারিত বৈভব,


থাক পিছে রোজকার কৃত্রিম গৌরব।