মহাকাশের অন্ধকারে নতুন তারা খোঁজার ইচ্ছে হয়নি কখনো।
বুনো  হাঁসের পাখায় পাখায়,
অন্তহীন নীলে হারিয়ে যাবার আজন্ম আকাঙ্খা আমার।
বৃষ্টিস্নাত আকাশের গায়ে সাতরঙা ক্রেয়নের পোঁচ,
আর গায়ে গায়ে লেগে থাকা পাহাড়ের সোনালী সূর্য্যস্নান দেখার সাধ,
বর্নিল বনানীর মখমলে শুয়ে,
তুলো মেঘেদের কেদারায় গা এলিয়ে।


রঙের খনি খুঁজে বেড়াতে হয়নি কখনো সমুদ্রের গহীনে।
সুবিস্তৃত সলীল ক্যানভাস জুড়েই চলে বিরামহীন রঙের খেলা
বেলা শুরুর সোনা রং, আর দিনভর ঝিকিমিকি,
দিনান্তের হোলী শেষ হলে পরে রুপালী আলোয় অবগাহন।
অপলক দুচোখ বুঁদ হয়ে গিলে নিসর্গের নির্যাস।


ছুটে চলার অহেতুক তাড়া নেই,
নৈমিত্তিক টানাপোড়েনের ভাবনাহীন এই বেলা।
বাতাসের সারেঙ্গীতে আর পাতার রিনরিনে
কখনো বেহাগ, কখনোবা ভীমপলশ্রী,
অলিন্দ নিলয়ের কুঠুরীতে প্রাণপূর্ন এই মূহুর্ত।