জীবনের নাটকেতে যত অপমান,
হেরিতেছে ভগবান দর্শক সমান।
ক্ষমতায় সমাসীন অর্বাচীন জন,
সদা চান স্তাবকের পাদুকা লেহন।
দানবের বাহুবল হটায় মানুষে
নিরুপায় জন বাঁচে দারুন তরাসে।
দিকে দিকে আহাজারি শোকের বিলাপ,
তার মাঝে সুখীজন বকেন প্রলাপ।
ধর্মনামে নিত্য যত অধর্ম শাসন,
কেহ যেন নাহি কোথা করিতে বারণ।
অসহায় ভগবান এই কৃষ্ণ ক্ষণে,
লুকাইয়া নিজ মুখ কাঁদে মনে মনে।
জাগরিত যত জন ভাব মুদি চোখ,
কোন্ বলে এ আঁধারে আনিবে অলোক।