(কাছের মানুষটির জন্মদিনে লেখা দু'টি পংক্তি)


কালের আবর্তন-রথে ফিরে আসা এই দিন,
যেদিন প্রথম খুলেছিলে জীবনের সফেদ খাতা ।
অবিরাম ছুটে চলার গল্প হোল শুরু
কান্না-হাসির পংক্তিতে গাঁথা হোল শত দিন-রাত্রির উপাখ্যান
পাতায় পাতায় তার আনন্দ-বেদনার কাব্য,
আর পাওয়া না-পাওয়ার রঙে আঁকা কত ছবি ।
ফেলে আসা দিনের যত অনুযোগ-আক্ষেপ,
ঢাকা থাক চির বিস্মৃতির চাদরে।
বিলীন হোক যত দুঃখ-ব্যথা, অতিক্রান্ত কালের গহ্বরে।
সোনালী আলোর তুলিতে আজ শুরু হোক নতুন পরিচ্ছেদ
নতুন সূর্য্যের দিনে, আলোকিত আগামীর আহবানে।