ইচ্ছে ছিল তোমায় নিয়ে লিখবো কিছু কথা,
বাধ সাধলো বুকের ভিতর জমাট যত ব্যথা ।
ভিড়ল এসে মনের কোণে লক্ষ শত স্মৃতি,
গেঁথেছিলাম যাদের মোরা দিন-রাত্রি নিতি ।
তোমার পরশ লাগলো যেদিন আমার জীবন পরে
উত্তরণের খুললো দুয়ার নতুন আলোর ভোরে ।
দুঃখ সুখের ভেলায় ভাসা হাজার রঙিন দিন,
উজাড় করে দিয়ে শুধু বাড়ালে মোর ঋণ ।
যে দিন গেছে কালের কোলে পরাণ ডাকে তায়,
বুকের মাঝে রক্ত ক্ষরণ তারই বেদনায় ।
থমকে দাঁড়ায় কলম আমার প্রতি পলে পলে,
হাজার নদীর প্লাবন নামে চোখের পাতার তলে ।
রইল পড়ে লেখার পাতা শূণ্য করে বুক,
শব্দবিহীন অন্ধকারে কবি হল মূক ।