জানালার কার্নিশকে তেরছাভাবে টপকে
এক টুকরো রোদ খুব আলতো করে ছুঁয়েছিলো আমায়,
মানিপ্ল্যান্টের ক'টা পাতার ছায়া সাথী করে এসেছে সে
মনোহর এক নকশা হয়েছে তাতে--
যেন রোদেলা দিন আমন্ত্রণ পাঠিয়েছে আমায়...।


বাইরে আসতেই এক আকাশ রোদ যেন হেসে উঠলো,
এ  যেন এক অনুচ্চারিত সম্ভাষণ --" সুপ্রভাত",
সুপ্রভার পক্ষ হতে।


মৃদুমন্দ বাতাসে কুর্নিশ করছে সবুজ গাছ-গাছালি
পাখীদের প্রাণচাঞ্চল্যে এ এক সুখী সকাল,
আগেও হয়তো এভাবেই সকাল এসেছে পৃথিবীতে বারবার
আমার মহাব্যস্ত তাগাদাপ্রবণ দিনশুরুরা দেখেনি তা --
প্রায়ান্ধকার গৃহকোণেই আমার সময় স্থবির এখন


হুইল চেয়ারটা ঘুরিয়ে আমি ফিরছি সেখানেই-----
পবিত্র এ প্রত্যুষ আমার ভেতরে প্রত্যয় গ্রথিত করে দিয়েছে
আমি বেঁচে থাকার শান্তিটুকু সাথী করে
উদার আকাশের গায়ে আগামীর আলো খুঁজি---
বড় আশা নিয়ে............