কোথায় থাকো মন তুমি
কোথায় থাকো মন
আমায় ফেলে কোথায় তুমি
যাচ্ছ সারাক্ষণ ।


আঁধার নামে জীবন ঘেঁষে
হারায় প্রিয়জন
শক্তি খুঁজি বেঁচে থাকার
কোথায় তুমি মন ?


উদাস হাওয়ায় যাচ্ছে ভেসে
আমার আয়োজন
রাখবো সেসব যতন করে
তোমায় প্রয়োজন ।


কেমনে বলো ব্যথার বিষের
সইবো জ্বালাতন
তুমি ছাড়া এই বেদনার
হয়না সমাপন।


কথা ছিলো থাকবে তুমি
সাথে আমরণ
হঠাৎ যাচ্ছ অচিন-পুরে
এ কি আচরণ ?


কোথায় তুমি যাচ্ছ ও মন
কোথায় বিচরণ
কোথায় তুমি তোমার সুবাস
করছো বিতরণ ?


বৃথা হলো তোমার তরে
নিশি জাগরণ
মিথ্যে হলো সুখ-সকালের
দীপ্ত আভরণ ।


কোথায় গেলে ও মন তুমি
কোথায় গেলে মন ?
আমায় ফেলে কোথায় বলো
হারাও সারাক্ষণ ?