আমাকে বুঝিতে চেও না
এক মানুষের ভেতরে ঢুকে আছে হাজার মানুষ
এক আয়নায় ধরে না সব চেহারা
চরম বিস্ময়ে আমি বদলে যেতে দেখেছি নিজেকে
পরিস্থিতি অনুযায়ী মানসিক অভিযোজনে দক্ষ
এক অভিনেতার মতো—
কেন তোমার এ ভ্রু-কুঞ্চন বলতো ?
তোমরা কি সেরা অভিনেতাদের দাও না তকমা ? উপহার ?
তবে আমার প্রতিভার কেন করছ অবমূল্যায়ন ?
আমাকে বুঝতে চেও না
শুধু যেভাবে আমাকে পাও , সেভাবেই কর গ্রহণ
শুধু না হয় এই সময়ের জন্যেই, যতটা সময় আছি
তারপর না হয় মুছেই ফেলো –নাম , গন্ধ , স্মৃতি।
হাজার মানুষে ছড়িয়েছে হাজার চেহারা আমার
আমাকে তাই চিনতে চেও না ।
বায়বীয় এই অস্তিত্ব নিয়ে জানি ইতিহাস হবো না
পাব না জানি কারো স্মৃতিকথার মাঝে একটু ঠাই—
আমাকে জানতে চেও না
মাঝে মাঝে নিজেকেই বড় অচেনা লাগে আমার
মনে হয় শুধু বুঝতে এসেছিলাম আমি তোমাদের
আমাকে বুঝতে দাও
আমাকে বুঝতে চেও না ।


             <<====///\\====>>


[ এ আমার স্বগতোক্তি নয় , কারো কারো উদাসীন মানস অজান্তে যে প্রতিবিম্ব ফেলে যায় তারই প্রত্যক্ষণে এ রেখাচিত্রের উদ্ভব ।]