আতশী কাঁচটা খুব কাছে নিয়ে আমি
খুঁটিয়ে খুঁটিয়ে দেখি জীবনের ম্যাপটা--
এইসব অচেনা লাগা শহরে ,অজানা বন্দরে আমি ছিলাম!
ভাবতেও বড় অবাক লাগে--
বেদনা সাগরের বিপুল বিস্তার আমায় ব্যথিত করে না
আমি যে ডাঙ্গা পেয়ে গেছি বিস্তর--
সাফল্যের উচ্চ শিখরগুলো দৃঢ়তা নিয়ে আছে দাঁড়িয়ে
ব্যার্থতার গিরিখাতগুলো গায়ে কাঁটা দেয় এখন।
নিঃসঙ্গতার মরুভূমিগুলো ওপর থেকে দেখে
আর তেমন ভয়াবহ লাগছে না --
সৃজনশীলতার ছায়া ঘেরা অরণ্যগুলো
সবুজ স্বস্তি নিয়ে বিস্তৃত --
সশ্রদ্ধায় দেখছি বাতিঘরগুলোকে-
আঁধার রাতে আলো না পেলে তাদের............
আমি হারিয়েই যেতাম জীবন থেকে।


হঠাৎ ঝাপসা হয়ে আসে সব ---
মায়ার মেঘে ঢেকে আছে নীচের সব দৃশ্যপট
আতশী কাঁচের গা থেকে অশ্রুজল মুছতে
আমি তৎপর হই--
আনন্দাশ্রু নাকি এ বেদনার বারিধারা
আমি বুঝতে পারিনা তা।