বৈচিত্র্যের প্রাবল্যে উদ্ভূত একঘেয়েমিতে
জীবনটা ইদানিং পানসে হয়ে যাচ্ছে
চমকের পরেই বৃহত্তর চমকের আমদানীতে
বিস্মিত হওয়ার ক্ষমতাই গেছে হারিয়ে।
বিনোদনের বাজারে আমি এক দিকভ্রান্ত ক্রেতা
অস্থির মনে সম্পূর্ণতার অনুভব নেই
আছে খণ্ড খণ্ড প্রাপ্তির গুরুত্বহীন সম্ভার।
সময়ের শুদ্ধস্বর ক্ষীণ হয়ে আসে ক্রমশ
ক্যাওটিক কারিশমার ধুন্ধুমার কোলাহলে।
সুশৃঙ্খলা অর্জনের বাণী হারিয়ে যায় অনিমেষে
বিশৃঙ্খল উন্মাদনার অন্তহীন উদ্দাম জোয়ারে ।
এ বড় অস্থির সময় --বড় গতিশীল পৃথ্বী
এখানে বলছে অনেকে , শুনছে অনেক কম জনেই,
এখানে বিজ্ঞান উৎকর্ষ এনেছে বিনোদনে অথচ
বিজ্ঞানের অন্তর্নিহিত জ্ঞান লাভে আগ্রহ নেই কারো ।
দিন শেষে তাই জানার আর মানার অংকটা
আর মেলানো হয় না - মেলানো যাবেনা বলেই হয়তো।
বহু ব্যয়ে অর্জিত শিক্ষা ,উপার্জনের লক্ষ্যেই কেবল ধাবিত
জীবনের উপলক্ষ্য তাই উপেক্ষিত,
উপলব্ধির অগোচরেই তা রয়ে যায় ।
ব্যস্ত আধুনিক জীবন ব্যাতিব্যস্ত শতদিকের টানে
লব্ধিশুন্য স্থবিরতায় আসে না তাই পরিশুদ্ধ উপলব্ধিরা ।
মাত্রাধিক আয়োজনের জগ্বদ্দলে পিষ্ট মন বিভ্রান্তির ঘোরে ক্লান্ত
তবু সচেষ্ট সে টিকে থাকতে, পরবর্তী অধ্যায় পার করার অভিপ্রায়ে।
জীবনের দিনলিপির ফিতেগুলো সেন্সরের জন্যে কাঁচি খুঁজছি তাই -
অপ্রয়োজনীয় , ভুলপথের রশিগুলো কাটতে হবে --
সঠিক উপলব্ধি, গভীর অনুভবের বড় প্রয়োজন আজ।