কোথায় জানি খচ খচ করছে
মনের শরীরে বিঁধে যাওয়া
কাঁটাগুলোর অস্তিত্ব বোঝা যাচ্ছে  ভোঁতা ব্যথায়
ঠিক ধরা যাচ্ছে না তাদের সুনির্দিষ্ট করে।


প্রবল অস্বস্তিতে বুক ভার হয়ে আসে
দমবন্ধ করা অনুভূতিতে বিষন্নতার পদধ্বনি--
কোনো বিপদ?
কোনো অপমানের যন্ত্রণা ?
কোনো তীব্র অনুশোচনা ?
নাকি কোনো অপ্রাপ্তির প্রেতাত্মা ?


অবচেতন মনের আকাশ কালো মেঘে আচ্ছন্ন
ঝক ঝকে রোদেলা দিনের আশায় উদগ্রীব সত্তা
সচেতন মনের প্রতিরক্ষা-প্রবন অংশ সক্রিয় হতে চায়--
তাদের যুক্তিবাদী, আশাবাদী, সান্ত্বনা - শান্তির শক্তিশালী
বজ্রবাণে ছিন্ন -ভিন্ন হয়ে যাবে অশান্তির কালো মেঘপুঞ্জ ।
অনুসন্ধানের জালে হয়তো ধরা পড়বে কতিপয়
অহেতুক হিতকর , ভীতিকর, দুর্ভাবনা কি আশংকার লাশ।


বুক ভরে শ্বাস নিয়ে ফিরতে হবে আত্মবিশ্বাসে--
‘অটো পাইলট’-এ চলা জীবন-ফ্লাইটে মাঝে মাঝেই
স্বকর্তৃত্বের ‘ম্যানুয়াল’-এ শিফট করে থ্রটল লিভার
কন্ট্রোল হুইল ধরতে হয় শক্ত হাতে --
কোর্স মতো ঠিক ঠাক চলতে ।