দিন ভেঙে ভেঙে জমাটবাঁধা  রাত আসে
গুমোট গন্তব্যে এসে আমি শান্তির শুদ্ধ বাতাস খুঁজি,
স্মৃতির সান্নিধ্যে স্বস্তি ছিলো, জানি
ভবিষ্যৎ ভাবনা সে সুযোগ দেয় না।


সুখের অভ্যস্ততা ছেড়ে অভাবনীয় কষ্টস্রোতে
কেবলই হাবুডুবু খাওয়া.......
এই এক জীবন......মন্দভারে মন্থর।
কল্পনার মানচিত্রে ছিলো না এর অবস্থান কোনো,
নিত্য পতনে দুঃখ গহ্বরের গভীরতাই বাড়ে শুধু....


শংকিত সত্তা নৈরাশ্যের অন্ধকারে আলো খুঁজে মরে
এক চিলতে সুখ কামনা এখন যেন আশ্চর্য এক অভিলাষ.......
জীবন ভাবে যবনিকায় আছে পরিত্রাণ
অপরাজেয় আত্মার ধমকেই থমকায় সে.....
দুঃখ-ঘোর টুটে আচানক জেগে ওঠে যোদ্ধামন
আশ্চর্য অভিলাষেই হোক বসবাস বাকী দিনে।