বিকট বিরাট শান্তির সোনালী মূর্তি চোখ মুদে ধ্যানমগ্ন,
তিনি যে মহান অহিংস বাণী দিয়ে গেছেন,
বর্বরেরা তা বর্জন করেছে বোঝাই যাচ্ছে।
নাফ নদী পেরিয়ে আসছে উৎকট পোড়া লাশের গন্ধ,
মানুষকে অবলীলায় ছিঁড়ে ফেলা হচ্ছে,
মুণ্ডু কাটা ধরের সারি আনন্দে দেখছে বিকৃত বোধের বন্যেরা।
মানবতা এখানে উলঙ্গ বিভীষিকার চিত্র।
এদের আসলে ধর্ম নেই এরা বিবেকের ধর্ষক
কোনো দিনও মানুষ হিসেবে এরা স্বীকৃতি পাবার যোগ্য নয়,
পিশাচ ভরা রাখাইনে রয়ে গেল সভ্যতার পরাজয়ের দলিল,  
মনে হয়, ভুল করেও যদি একটা নাপাম বোমা ফেলতো কেউ
কমে যাওয়া নিরিহ মানুষ যন্ত্রণা থেকে চিরমুক্তি পেতো,
পিশাচ -নরখাদকদের হাত থেকে মুক্ত হতো  ধরা।


( বৌদ্ধ ধর্মাবলম্বীদের নিয়ে আমার কোনো বিরাগ নেই, ইতিহাসে যুগে যুগে তারাই বহুবার নির্যাতিত হয়েছে, আমি নির্দিষ্ট অঞ্চলের পিচাশদের কথা বলছি, এরা কিভাবে শান্তির বৌদ্ধধর্মের হয়?)