জানার জানালাটা বন্ধ
উপদেশের দরজায় এঁটেছি খিল
বদ্ধ ঘরে গোঁয়ার্তুমির গুমোটভাব
মূর্খতার চাষ অন্ধকারেই বেশ হয়।


উন্নত মনের মিছিল চলেছে জ্ঞানের মহাসড়কে
আমি অহমিকায় অন্তরীণ।
বারো মাসের অলসতায় ব্যর্থ বছর কেটে যায়
অন্তর্মুখী অন্তরে নিরন্তর অজ্ঞতার খেলা চলে।


সত্যকে উপেক্ষার উন্নাসিকতায়
সার্থক সন্ধ্যা দেখার আগেই
এমন অনেক জীবনে শুধুই আঁধার ঘনায়.....


জীবন জ্ঞান বিনিময়ের পথ, একা চলার নয়।